সারা বাংলা

নাটোরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

নাটোরের নলডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৩৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হালতি বিলের ভূষনগাছা এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক অভিযান পরিচালনা করেন। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, চায়না দুয়ারি জালে ছোট থেকে বড় যে কোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে।

তিনি আরও বলেন, বাজারে আসা নতুন এ চায়না দুয়ারি জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারি জাল নিষিদ্ধ করেছে সরকার।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন, পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।