সারা বাংলা

গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা

পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে ঈশ্বরদী থানায় নিহত বাবু হোসেনের স্ত্রী রোজি খাতুন নাম না জানা ২০-২৫ জনকে আসামি করে মামলাটি করেন।

নিহত বাবু পাবনার সাঁথিয়া উপজেলার দত্তকান্দি গ্রামের রজব আলীর ছেলে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে। আপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে ৮ থেকে ১০ জন চোর ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলী খানের বাড়িতে গরু চুরি করতে যান। সেসময় ধরা পড়েন বাবু হোসেন নামের একজন। পরে উত্তেজিত লোকজনের গণপিটুনিতে মারা যান তিনি।