সারা বাংলা

তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় ২ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় জনকে আটক করা হয়। পরে দুইজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাজকৃষ্ণপুর এলাকা থেকে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সুভারামপুর গ্রামের ইজাজুল ইসলাম ও মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের জিল্লুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

তিনি বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে চার শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া, ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে।