সারা বাংলা

জাতীয় নির্বাচন ঘিরে দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি: ডিজি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব ধরনের দায়িত্ব পালনে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

তিনি বলেন, নির্বাচনের সময় আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করি। আসন্ন নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে বিজিবি বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কুমিল্লা সেক্টরের আওতাধীন কুমিল্লা এবং ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সীমান্তে হত্যা প্রসঙ্গে ডিজি বলেন, সীমান্তে হত্যা আমরা কেউই কাম্য করি না। বিজিবি সব সময় এর জোরালো প্রতিবাদ করে। গত পাঁচ মাসে সীমান্তে হত্যা অনেকটা কমেছে। আমরা সীমান্তে হত্যা শূন্যের ঘরে নিয়ে আসতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।