চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম। ভবনের নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সিল-সই জাল করে টাকা আত্মসাতসহ কয়েকটি অভিযোগের সত্যতা যাচাইয়ে এই অভিযান পরিচালা করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর কোতোয়ালী মোড় এলাকায় অবস্থিত সিডিএ কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা ধরে দুদকের ১০ সদস্যের টিম অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত।
দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমরান হোসেন জানান, ভবনের নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সিল-সই জাল করে টাকা আত্মসাৎসহ কিছু অভিযোগের সত্যতা যাচাই ও কাগজপত্র পর্যালোচনা করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। সিডিএ’র কাছে কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সবকিছু পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।