সারা বাংলা

পদ্মার ১৭ কেজির পাঙাশ সাড়ে ২৫ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৭ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি সাড়ে ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় মাছ ব্যবসায়ী মাছটি জেলের কাছ থেকে কিনে নেন। পরে তিনি ঢাকার ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

জেলে জামাল হালদার জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সকাল ১১টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলে দেখেন বড় পাঙাশ মাছ। মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাটের আনু খাঁর আড়তে নিয়ে আসেন। এ সময় উন্মুক্ত নিলামে ৫নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘বেলা ১২টার দিকে খবর পেয়ে আনু খাঁর আড়তে যাই। তার আড়তঘরে বড় পাঙাশ মাছ দেখতে পাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় ১৭ কেজি। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নিয়েছি।’

তিনি আরও জানান, মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন।