সারা বাংলা

দৌলতদিয়ায় পদ্মায় ধরা পড়লো ২৬ কেজি ওজনের বাঘাইড় 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ২৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বরে) সকালে স্থানীয় জেলে আক্কাস আলীর জালে মাছটি ধরা পড়ে।

আক্কাস আলী দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে আনলে উন্মুক্ত নিলামে ১১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

জেলে আক্কাস আলী বলেন, সকালে পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি।

মাছটির ক্রেতা ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, মাছটি আরও বেশি দামে বিক্রি করতে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছি।