নওগাঁর আত্রাইয়ে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া এলাকার নিজ বাড়ির শোবার ঘরে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন- ওই গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলামের স্ত্রী সাবিনা (২৬) ও মেয়ে আফরোজা (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আরিফুল ইসলাম। সকাল সাড়ে ৮টার দিকে খাবার খেতে বাড়িতে এসে তিনি সাবিনা ও আফরোজার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরবর্তীতে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের লাশ উদ্ধার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।