সারা বাংলা

সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবে বৃদ্ধ নিখোঁজ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ডিঙ্গি নৌকা ডুবে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিস কাজ করলেও দুপুর ২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ সামছুউদ্দিন বেপারী (৭০) উপজেলার ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন ওই বৃদ্ধ। সকাল ৬টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় তাকে বহন করা ডিঙ্গি নৌকাটি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. তৈয়ব আলী বলেন, সকালে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় একটি বাল্কহেড নৌকার ওপর উঠিয়ে দিলে সেটি পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা সামছুউদ্দিন নিখোঁজ হন।

সিরাজদিখান থানার শেখর নগর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শেখ মো. নাছির উদ্দিন বলেন, নিখোঁজের সন্ধানে সকাল ১০টা হতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিন্তু দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।