সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলায় ফজলু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফজলু মিয়া পালকাপন গ্রামের মৃত রইস আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সংসারে নানা অভাব-অনটনের কারণে ফজলু মিয়ার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহে ভুগছিলেন। ৫ ছেলে ৪ মেয়ে থাকলেও স্ত্রীকে নিয়ে আলাদা একই ঘরে বসবাস করতেন। সোমবার দুপুরে খাবার খেয়ে সিলেটে কাজে চলে যান তার স্ত্রী। সন্ধ্যায় তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশি হালিমা বেগম (৫০) দরজা খুলে ফজলু মিয়াকে বসতঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন তিনি। পরে স্থানীয় গ্রামের বাসিন্দারা দোয়ারাবাজার থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান জানান, রাতে নিহত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।