সারা বাংলা

ঝালকাঠিতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ঝালকাঠিতে মাদক মামলায় কামাল হোসেন (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় লিটন মুন্সি নামের অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। কামাল হোসেন চট্টগ্রাম জেলার হালি শহর এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী রুস্তম আলী খান বলেন, ২০২০ সালের ১১ আগস্ট ঝালকাঠির রাজপুর উপজেলার নৈকাঠি বাজার থেকে চার হাজার ৫১৭ পিস ইয়াবাসহ কামাল এবং লিটন মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বাদী হয়ে মামলা করেন। 

তিনি বলেন, ২০২০ সালের ১৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রুস্তম আলী খান আরও বলেন, রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও আসামিপক্ষে মুসফিকুর রহমান বাবু মামলা পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত কামাল হোসেন পলাতক আছেন।