সারা বাংলা

ভোট প্রদানের ব্যাপারে তরুণদের আরও আগ্রহী হতে হবে: শামীম হায়দার

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তরুণদের বই পড়া, রাজনীতি সচেতন হওয়া, জনগণের সেবায় কাজ করার কোনও বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের ভোট প্রদানের ব্যাপারে আরও আগ্রহী হতে হবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার ক্লাবের সভা কক্ষে এ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ যুব ছায়া সংসদের আয়োজনে ও Global Alliance for Improved Nutrition GAIN-এর পৃষ্ঠপোষকতায় ‘বাংলাদেশ জাতীয় সংসদ’ শীর্ষক পলিসি স্টাডি সার্কেল অনুষ্ঠিত হয়। 

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণদের সামনে সংসদের ইতিহাস, সংসদীয় গণতন্ত্র চর্চা, আইন প্রণয়ন, সংসদীয় রাজনীতি, তরুণদের অংশগ্রহণ, চ্যালেঞ্জ মোকাবিলা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। 

এ সময় তিনি আগামীর সম্ভাবনাময় তরুণ নেতৃত্বকে জ্ঞানে, বুদ্ধিমত্তায় ও জনকল্যাণে নিজেদের নিবেদিত করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে সারা দেশের ৩৫০টি আসন থেকে বাছাইকৃত ৩০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টির উদ্দেশে জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর ছায়া সংসদ অধিবেশনের পাশাপাশি Act4Food ক্যাম্পেইন, পলিসি স্টাডি সার্কেল, প্রশিক্ষণ কর্মশালা, উন্নয়ন মূলক প্রকল্প ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।