নাটোরে গুরুদাসপুর উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় মো. আসাদ আলী (৫৫) নামের এক কৃষককে শিকলবন্দি করে রাখা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মশিন্দা ইউনিয়নের মশিন্দা বাহাদুর পাড়া গ্রামের সুদের কারবারি আব্দুল আজিজ হোসেনের (৩৫) বাড়িতে শিকলবন্দি ছিলেন ওই কৃষক।
ভুক্তভোগী আসাদ আলী জানিয়েছেন, তিনি তিন বছর আগে ৮০ হাজার টাকা ঋণ নেন আব্দুল আজিজের কাছ থেকে। দুই বছরে আসল ৩০ হাজার টাকা এবং সুদ ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ৫০ হাজার টাকা এ বছর দেওয়ার কথা থাকলেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। ফলে, বাকি টাকা দিতে বিলম্ব হচ্ছে।
তিনি আরও জানান, শনিবার সকালে আব্দুল আজিজ ও তার বাবা আফজাল হোসেন কয়েকজনকে নিয়ে তার বাড়িতে যান। তাকে জোরপূর্বক হাত-পা বেঁধে তুলে নিয়ে যান। এর পর আব্দুল আজিজের বাড়ির বারান্দায় কোমরে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। টাকা না দিতে পারলে ছাড়া হবে না বলে জানানো হয়। এ মুহূর্তে টাকা দেওয়ার সামর্থ্যও নেই তার। বাকি টাকা দিতে না পারলে হাত-পা ভেঙে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।
আসাদ আলীর স্ত্রী শাহানারা খাতুন জানিয়েছেন, তার স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় হাত-পা বেঁধে তুলে নিয়ে শিকলবন্দি করে রাখা হয়েছে। তাকে ফোন দেওয়া হয়েছে টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য। স্বামীকে নিয়ে তিনি ও পরিবার দুশ্চিন্তায় আছে।
এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, ‘অনেক দিন ধরে পাওনা টাকা ফেরত চেয়েও পাইনি। তাই, বাড়ি থেকে তুলে নিয়ে এসে শিকলবন্দি করা হয়েছে, যেন পালিয়ে যেতে না পারে। টাকা পরিশোধ করলে ছেড়ে দেওয়া হবে।’
গুরুদাসপুর থানার ওসি মোহা. মনোয়ারুজ্জামান বলেছেন, এ বিষয়ে কোনো অভিযোগ কেউ জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।