সারা বাংলা

ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে ২ মৃত্যুদণ্ড 

ফরিদপুরে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হাফিজুর রহমান এ আদেশ দেন। 

মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে একজন উপস্থিত থাকলেও অপরজন পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর হালিমের ভিটা এলাকার সেলিম মল্লিকের ছেলে আরজু মল্লিক ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে সবুজ মিয়া। আরজু মল্লিক আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি সবুজ মিয়া পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর স্বপন পাল জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামুদপুর এলাকার কলাবাগান থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। সেই সময় ওই নারীর পরিচয় তখন জানা যায়নি। পরে ওই নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। দীর্ঘদিন পর জানা যায়, ওই নারীর নাম নাসরিন। তার বাড়ি চট্টগ্রামে। নাসরিনের বোন সোনিয়ার সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে তার মোবাইল এর কললিস্ট অনুসরণ করে আরজু মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। আরজু মল্লিক স্বীকার করেন, তিনি ও সবুজ মিয়া ওই নারীকে প্রথমে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন।

স্বপন পাল বলেন, ‘নাসরিনকে অর্থের লোভ দেখিয়ে চট্টগ্রাম থেকে আরজু এবং সবুজ ফরিদপুরে নিয়ে আসেন। পরে টাকা নিয়ে ঝামেলা হলে নাসরিনকে হত্যা করে কলাবাগানে ফেলে রাখে তারা।’