সারা বাংলা

বান্দরবানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় চত্বর থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে রাজার মাঠে গিয়ে শেষ হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ক্যহ্লাচিং মার্মা। তিনি দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৫৬ মিনিট। একই সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ নোমান। ৫৮ মিনিট সময় নিয়ে তৃতীয় হয়েছেন উশৈনুং মার্মা।

এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ১৩ জন ও ৬ নারী দৌড়বিদকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ১২ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন ৫৪ নারী-পুরুষ দৌড়বিদ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল আল নোমান ও জেলা পরিষদ সদস্য সিয়ং ম্রো।