সারা বাংলা

মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করেছেন মমতাজ

বাউল সম্রাজ্ঞী হিসেবে খ্যাত সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই দিনব্যাপী ‘মায়ের মেলা’র আয়োজন করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে এ মেলার উদ্বোধন করেন মমতাজ বেগম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর কুদ্দুসুর রহমান প্রমুখ।

জানা যায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগমের মা উজালা বেগম মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিদর্শন স্বরূপ তার মৃত্যুবার্ষিকীতে বিশেষ এই মেলার আয়োজন করেন মমতাজ।