ঝালকাঠির নলছিটি উপজেলার একটি খালে ভাসমান অবস্থায় নাম না জানা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৭৫ বছর।
বুধবার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কালভার্টের নিচে নাম না জানা এক বৃদ্ধের লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি নলছিটি থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।