দিনাজপুরে বেশ কিছুদিন ধরেই আবহাওয়া দুর্যোগপূর্ণ। এ অবস্থায় দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৭১.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ আসাদুজ্জামান।
অফিস ইনচার্জ আসাদুজ্জামান জানান, গতকাল (বুধবার) সকাল ৯টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ৭১.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।