ভাতা চালুর দাবিতে চতুর্থ দিনের মতো মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা। এতে ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীদের।
শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ভাতা চালুর দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেন ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা।
কর্মবিরতি ও মানববন্ধনে অংশগ্রহণকারী সুস্মিতা মিত্র বলেন, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী ‘ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি’ এবং ‘ডিপ্লোমা ইন মিডওয়াফারি’ কোর্স সম্পন্ন করে এই হাসপাতালে ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি। কিন্তু আমরা কোন ভাতা পাচ্ছি না। হাসপাতালে ইন্টার্ন করে বাইরের হাসপাতালে কাজ করা সম্ভব নয়। আমরা দ্রুত ইন্টার্ন ভাতা চালুর দাবি জানাই।