সারা বাংলা

নিয়মের মধ্যে কাজ করতে বলায় ইউপি চেয়ারম্যানের লঙ্কাকাণ্ড

নিয়মের মধ্যে থেকে দাপ্তরিক কাজ করা, রাজস্ব দেয়া, আত্মীয়করণ না-করাসহ একাধিক বিষয়ে কথা বলায় ইউনিয়ন পরিষদ সচিবকে মারধরসহ লঙ্কাকাণ্ড বাঁধিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

৯ অক্টোবর চাঁদপুরের ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সচিব মো. ইমাম হোসেন অভিযোগ করে বলেন, দাপ্তরিক কাজে অর্থ কেলেঙ্কারী, জন্ম-মৃত্যু নিবন্ধন সনদে নিজ স্বজনদের কাজ করানো এবং জন্ম নিবন্ধনের যে অর্থ রাজস্বখাতে জমা দেয়ার কথা তা বলায় রেগে যান ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে এক বৈঠকে সবার উপস্থিতিতে তিনি আমাকে গালাগাল করে থাপ্পড় দিয়ে পরিষদে অবরুদ্ধ করে রাখেন। আমি এ ঘটনার সঠিক বিচার চাইতে বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করেছি এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

অভিযুক্ত শাহজাহান মাস্টার বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। এতে অনেক ক্ষেত্রেই ওই ইউপি সচিবের উৎকোচ নেয়া বন্ধ হয়ে গেছে। তাই তিনি রাগে ক্ষোভে ভুলভাল বলছেন। 

এ সময় তিনি মারধরের বিষয়টি এড়িয়ে গিয়ে কোনো মন্তব্য করেননি।