সারা বাংলা

জেলের জালে ধরা পড়লো ১৪ কেজির পাঙাশ 

পটুয়াখালীর কুয়াকাটায় কাদের মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার আগে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। 

এর আগে, একই দিন দুপুরের দিকে কাদের মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে বন্ধন ফিসের মাধ্যমে নিলামে মাছটি ৮৫০ টাকা কেজি দরে ১১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। সমুদ্র ও নদীতে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞা জারির আগের দিন এতো বড় মাছ বিক্রি করতে পারায় খুশি মৌলভী এলাকার জেলে কাদের মাঝি।

বন্ধন ফিশ এর মালিক মো. আয়নাল খান বলেন, মাছটি মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশ ধরার জালে ধরা পড়েছে। রাত থেকে আমাদের মাছ ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাবে তাই ৮৫০ টাকা কেজি দড়ে বিক্রি করা হয়েছে পাঙাশটি। তা না হলে এই মাছ হাজার টাকার ওপরে কেজি বিক্রি হতো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আজকে রাত ১২টা থেকে নদী ও সমুদ্রে সব মাছ আহরণ, ক্রয় বিক্রয়, পরিবহন এবং সংরক্ষণ  ২২ দিনের জন্য বন্ধ থাকবে।