সারা বাংলা

রাজবাড়ীতে পুকুরের উপর মেট্রোরেলের আদলে ১৪শ ফুটের মণ্ডপ 

পুকুরের উপরে ১০ হাজার পিস বাঁশ আর কাঠ দিয়ে বানানো হচ্ছে ১৪শ ফুট দীর্ঘ মণ্ডপ। যার মধ্যে রয়েছে বর্তমান সরকারের মেট্রোরেল, শ্রীকৃষ্ণের কুঞ্জবন, দক্ষরাজার বাড়ীসহ তিন শতাধিক প্রতিমার নানা তীর্থক্ষেত্র। 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ মণ্ডপ নির্মাণে ৫০-৬০ জন শ্রমিক কাজ করেছে গত চার মাস ধরে।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ ব্যতিক্রম বিশাল পূজা মণ্ডপ দেখতে দেশ বিদেশের কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা আয়োজক কমিটির। এই আয়োজন চলবে লক্ষীপূজা পর্যন্ত।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এই মন্দির পরিদর্শন করতে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

আলোকদিয়া সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান ভট্টাচার্য বলেন, গত কয়েক বছর করোনার জন্য আমরা বড় পরিসরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করতে পারিনি। এইবার করোনার প্রাদূর্ভাব কম থাকায় আমরা বড় পরিসরে দুর্গা পূজার আয়োজন করেছি। এরমধ্যে আমাদের কাজ প্রায় শেষের দিকে। ধারণা করছি আমাদের এই  মণ্ডপে দেশি-বিদেশি ৫ লাখ দর্শনার্থীর আগমন ঘটবে। এই মণ্ডপে থাকবে মেট্রোরেল, যেখানে থাকবে বিভিন্ন সময়ে জন্ম নেয়া সনাতন ধর্মের ২০ জন মনীষীর মূর্তি। মণ্ডপের মধ্যে প্রতিমা দিয়ে ফুটিয়ে তোলা হবে সনাতন ধর্মের বিভিন্ন বিষয়- দক্ষযজ্ঞ, সতীর দেহ ত্যাগ, সতীর দেহ থেকে ৫১টি তীর্থ ক্ষেত্র, শ্রীকৃষ্ণের কুঞ্জবন ইত্যাদি।