সারা বাংলা

যমুনায় ইলিশ শিকার, ৬ জনকে জেল-জরিমানা 

মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ছয় জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ অক্টোবর)  রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন। 

এস.এম ফয়েজ উদ্দিন জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা ভঙ্গ করে নদীতে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন জনকে ১৫ হাজার  টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে। 

তিনি আরও জানান, অভিযানে প্রায় ত্রিশ হাজার মিটার কারেন্ট জাল এবং বিশ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।  ইলিশ মাছ মাদরাসায় বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে।