বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাব পড়েনি মোংলা সমুদ্র বন্দরে। মঙ্গলবার (২৪অক্টোবর) মোংলা বন্দরে পাঁচ নম্বর সংকেত জারি করা হলেও স্বাভাবিক ছিল বন্দরের কার্যক্রম। আবহাওয়ার পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান।
ক্যাপ্টেন আসাদুজ্জামান বলেন, আজ দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড় হামুনের তেমন কোনো প্রভাব মোংলা বন্দরে পড়েনি। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের জেটিতে কোনো জাহাজ নেই। এ্যাঙ্করেজ এলাকায় ৬টি জাহাজ রয়ছে। লাইটার জাহাজগুলোকে নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় মোংলা বন্দরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বুঝে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে মোংলা ও তৎসংলগ্ন এলাকায় ৫ নম্বর সংকেত দেখানো হয়েছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হলেও বর্তমানে গুমট আবহাওয়া বিরাজ করছে। তবে যেকোন সময় আবার বৃষ্টি শুরু হতে পারে বলে জানান এই কর্মকর্তা।