সারা বাংলা

পটুয়াখালীতে হরতালের প্রভাব নেই, গণপরিবহন চলছে

সারাদেশে বিএনপির ডাকা হরতালে পটুয়াখালীতে তেমন কোনো প্রভাব পঢ়েনি। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তবে জেলা শহর সহ উপজেলা শহরগুলোর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

রোববার (২৯ অক্টােবর) সকাল থেকে মহাসড়কসহ অভ্যন্তরীন রুটে চলাচল করছে গণপরিবহনসহ সকল ধরনের যানবাহন। অন্যদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছে জেলা পুলিশ। 

এদিকে রোববার সকালে একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ ছাড়া গতকাল রাতে পৌর শহরে আরও একটি হরতাল বিরোধী মিছিল করে জেলা আওয়ামী লীগ।  

পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা বলেন, পটুয়াখালী থেকে সব ধরনের যানবাহন চলাচল করছে। দুরপাল্লার বাসও চলাচল করছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি। 

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ সতর্ক স্থানে রয়েছি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমাদের চেক পোস্ট বসানো হয়েছে।