সারা বাংলা

আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা

বেতন বৃদ্ধির দাবিতে তিন দিন ধরে চলা পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এতে, পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকা ঘুরে আন্দোলনরত শ্রমিকদের জড়ো হতে দেখা যায়নি৷ তবে, সড়কে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে, বিভিন্ন কারখানা গতকাল বন্ধের নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে কারখানার কার্যক্রম সচল থাকবে। 

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গত দিনগুলোর চেয়ে আজকের পরিস্থিতি অনেকটা ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।