সারা বাংলা

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার গোয়ালগছ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের মেইন পিলার ৪৪৮ সংলগ্ন মহানন্দা নদীর ভারতীয় অংশের ফকিরগছ এলাকার একটি চা বাগানের পাশে ঘটনাটি ঘটে। তবে ঘটনাস্থলে এখনো মরদেহ পড়ে আছে বলে জানিয়েছে বিজিবি। 

এদিকে, ঘটনার পর পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে বিএসএফ সাড়া দেয়নি বলে জানিয়েছে বিজিবি।

নিহত আইনুল হকের বাড়ি উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে। আইনুল হক পেশায় গরু ব্যবসায়ী।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, গতকাল রাত আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি গোয়ালগছ-ফকিরগছ এলাকা দিয়ে সীমান্তের কাটা তারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন নিহত ব্যক্তি। এসময় বিএসএফ-এর ১৭৬ ব্যাটালিয়নের ফাসিঁদেওয়া ক্যাম্পের একটি টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আইনুলের মৃত্যু হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আমাদের কাছে খবর আসে বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তে ভারতীয় অংশে এক বাংলাদেশির লাশ পড়ে আছে। খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হই মরদেহটি বাংলাদেশি নাগরিকের। আমরা ধারণা করছি বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। তবে এখনো তাদের পক্ষ থেকে সাড়া মেলেনি। পতাকা বৈঠক হলে অবশ্যই আমরা এ ঘটনার কারণ জানতে চেয়ে প্রতিবাদ জানাবো।