সারা বাংলা

বিএনপির ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপ

ফেনীতে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি অটোরিকশার যাত্রী ও চালক।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের জগন্নাথ বাড়ি মন্দিরের গলি থেকে ১৫-২০ জন অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন। মিছিলটি ইসলামপুর রোডের মাথায় পৌঁছালে সড়কে একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারেন তারা। এসময় একটি অটোরিকশার সামনে আগুন ধরে যায়। একপর্যায়ে যাত্রী ও চালক দ্রুত নেমে নিজেদের রক্ষা করেন। পরে স্থানীয়রা অটোরিকশাটি সরিয়ে নেন।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।