সারা বাংলা

খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সিরাজুল হক আর নেই

খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অ ইন্না ইলাইহি রজিউন)।

রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে খুলনার হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার এ মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আমরা দুই ভাই ও চার বোন। মা আগেই মারা গেছেন। মরহমের জানাজা নামাজ বাদ আসর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।

এদিকে, কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামের মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।