সারা বাংলা

দশমিনায় ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী মৌসুমি আক্তারের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

মৌসুমি রহরমপুর এলাকার মৃত ফিরোজ আলমের মেয়ে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ তার দ্বিতীয় স্ত্রী মৌসুমি আক্তারকে নিয়ে উপজেলা শহরের একটি বহুতল ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন। সেখান থেকেই মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহতের ভাই মনিরুজ্জামান বিপ্লব বলেন, আসাদুজ্জামান সোহাগ প্রায়ই মাদক সেবন করে মৌসুমিকে মারধর করতেন। তিনি হয়তো আমার বোনকে মেরে ফেলেছেন। এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। সোমবার ভোর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।