রাঙামাটির কাপ্তাই হ্রদে ‘চাঁদা’ না পেয়ে ট্যুরিস্ট বোট আগুন দিয়ে পুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বোটটিতে ছয়জন পর্যটক ছিলেন। বোট থেকে নামিয়ে দেওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে হ্রদের কাইন্দার মুখ এলাকায় ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার চাঁদপুর জেলা থেকে পর্যটকদের একটি দল রাঙামাটি বেড়াতে আসেন। প্রথমে তারা পর্যটন স্পট সাজেক ঘুরতে যান। সেখান থেকে ওই দিন বিকেলে তারা আবার রাঙামাটি শহরে ফিরে আসেন। আজ সকালে পর্যটকরা হ্রদের বিভিন্ন এলাকা ঘুরে বরকল উপজেলার সুবলং ঝরণা দেখতে যান। এসময় দুর্বৃত্তরা পর্যটকবাহী বোটটি আটক করে এবং বোটে থাকা সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই সঙ্গে তারা সবাইকে নামিয়ে দিয়ে বোটটিতে আগুন ধরিয়ে দেন।
বোট চালক গিয়াস জানান, যারা বোটে আগুন দিয়েছে তাদের সবার হাতে অস্ত্র ছিল। তারা চলে যাওয়ার সময় যেকোন পর্যটকবাহী বোট চাঁদা না দিয়ে যেন ওই এলাকা দিয়ে চলাচল না করে সে বিষয়ে হুমকি দেয়। এরপর বোট চালক অন্য আরেকটি বোট নিয়ে পর্যটকদের রাঙামাটিতে ফেরত নিয়ে আসেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।