সারা বাংলা

বরিশাল থেকে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মিধিলি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হওয়ায় বরিশাল থেকে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ নভেম্বর) বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদী বন্দরে ২ নম্বর সংকেত থাকায় সকালে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আর এখন বৈরী আবহাওয়া বিরাজ করায় সম্ভাব্য আগাম সতর্কতা হিসেবে অভ্যন্তরীণ রুটে লঞ্চসহ সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের মিধিলির প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।  সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বইতে শুরু করেছে।