রংপুর-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু।
এসময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফী উপস্থিত ছিলেন।
আজমল হোসেন লেবু সাংবাদিকদের জানান, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমাদের মাঝে কোনো কোন্দল নেই। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। কেন্দ্রীয় নির্দেশে আমরা আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলম জানান, রংপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে এখন পর্যন্ত ২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে আজমল হোসেন লেবু ও স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী মনোনয়ন ফরম কিনেছেন।