ষষ্ঠ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে জয়পুরহাটে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শহরের গুলশান মোড় এলাকায় মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল, যুগ্ম আহ্বায়ক বদরুল, জয়পুরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তামিম প্রমুখ।
নেতাকর্মীরা মিছিল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।