সারা বাংলা

আগুনে পোড়া বগি রেখে সিলেট ছাড়লো উপবন এক্সপ্রেস

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের ‘খ’ বগিতে আগুন লাগার নির্ধারিত সময়ের আধাঘণ্টা পর সিলেট ছেড়ে গেছে ট্রেনটি। পুড়ে যাওয়া বগির স্থলে নতুন বগি যুক্ত করে ট্রেনটি সিলেট ছাড়ে। 

বিএনপির ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই বগি আগুনে পুড়ে যায় এবং ২৩টি সিট ক্ষতিগ্রস্ত হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নূরুল ইসলাম বলেন, সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি বগিতে রাত সাড়ে ৯টায় আগুন লাগে। এতে ওই বগি আগুনে পুড়ে যায় এবং ২৩টি সিট ক্ষতিগ্রস্ত হয়। 

আরও পড়ুন: সিলেটে উপবন এক্সপ্রেসে আগুন

তিনি আরও বলেন, টিকিট আগে বিক্রি করার কারণে আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বগিটি সিলেট রেলস্টেশনে রেখে নতুন আরেকটি বগি সংযুক্ত করে রাত ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উপবন এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটিতে যাত্রী পরিবহনকারী বগির সংখ্যা ছিল ১৪টি। উপবন এক্সপ্রেস ট্রেনটির সিলেট ছাড়ার সময় হলো রাত সাড়ে ১১টা। তবে অগ্নিকাণ্ডের কারণে বুধবার এটি আধা ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট রেলওয়ের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মাসুদ রানা ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা।