সারা বাংলা

ফেনীতে মিছিল শেষে বিএনপি নেতা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, রোববার (২৬ নভেম্বর) থেকে সপ্তম দফায় বিএনপির ডাকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে। অবরোধের সমর্থনে আজ শনিবার সন্ধ্যায় মশাল মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিল শেষে সেখানে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা আকবর হোসেনকে ঘেরাও করে পুলিশকে খবর দেয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে রোববার তাকে কারাগারে পাঠানো হবে। 

প্রসঙ্গত, আকবর হোসেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।