সারা বাংলা

হেলিকপ্টারে ফেনীতে এসে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আ.লীগ নেতার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি হাজী রহিম উল্ল্যাহ ও তার স্ত্রী পারভীন আক্তার। সোমবার (২৭ নভেম্বর) হেলিকপ্টারে করে ঢাকা থেকে নিজ এলাকায় এসে ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তারা। হাজী রহিম উল্ল্যাহ ২০১৪ সালে ফেনী-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

সোমবার বিকেলে হেলিকপ্টারযোগে নিজ এলাকা ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় আসেন হাজী রহিম উল্ল্যাহ দম্পতি। ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক এ সংসদ সদস্য বিকেল ৩টায় সোনাপুর শামসুল হক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল সহকারে নিজ বাড়ি সালমা গার্ডেন হাউজে যান তারা। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে হাজী রহিম উল্ল্যাহ ও পারভীন আক্তারের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন তাদের ব্যক্তিগত সহকারী জামশেদ আলম রুবেল ও পারভীনের বাবা আবুল খায়ের মাস্টার।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের কারণে এই দম্পতি ঢাকা থেকে সড়ক পথে না এসে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসেন।

রহিম উল্ল্যাহ বলেছেন, আমি দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে সব সময় এলাকাবাসীর পাশে ছিলাম। আমি সংসদ সদস্য থাকাকালে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ চায়, আমি আবার নির্বাচন করি, সংসদ সদস্য নির্বাচিত হই। তাদের চাওয়ার প্রতি সম্মান জানিয়ে আবারও ভোট করার জন্য এলাকায় এসেছি। স্বতন্ত্রভাবে ভোট করার জন্য আমি ও আমার স্ত্রী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি, ভোটাররা আমাকে হতাশ করবেন না, ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

হাজী রহিম উল্ল্যাহ সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার স্ত্রী পারভীন আক্তার জেদ্দা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস ধরে তারা নিজ এলাকায় উঠোন বৈঠক, শোডাউন, গণসংযোগের পাশাপাশি ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করেছেন।