ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তি নিহত হয়েছে।
নিহতেরা হলেন, উপজেলার ঢাকুয়া ইউনিয়নের মজুয়াকান্দা গ্রামের পরাণ সাহের ছেলে প্রদীপ মানকিন (৪০) ও জয়চাঁদের ছেলে কেলেমেন (৪৫)। তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বাসিন্দা।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের টিউ-তারাকান্দার চৌরাস্থা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুপুর ১২টার দিকে মুড়ির মিল থেকে পিকআপ বের হয়ে ধোবাউড়া-তারাকান্দা সড়কে উঠতেই তারাকান্দাগামী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তাদের মৃত্যু হয়।
মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পিকআপ জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।