পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমার (৪৩) ওপর হামলার অভিযোগ উঠেছে স্বাধীন নামের এক যুবকের বিরুদ্ধে। এতে ভাইস চেয়ারম্যান ও তার সহকারী রায়হান (২৫) আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের গার্লস স্কুল সড়কে ঘটনাটি ঘটে।
এদিকে, ঘটনার পরপরই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আহত সীমার বড় ভাই আব্দুল্লাহ আল ইসলাম লিটন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাই স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হমালার এই ঘটনা বলে ধারণা করেছেন সীমা।
আহত সীমা জানান, নীলগঞ্জ থেকে সড়কের কাজ দেখে সন্ধ্যায় মোটরসাইকেল করে বাসয় ফিরছিলেন তিনি। গার্লস স্কুল সড়কে পৌঁছালে নতুন বাজার এলাকার স্বাধীন নামের এক যুবক কেচি নিয়ে হামলা করে। এতে তার (সীমা) হাতে আঘাত লাগে। পরে স্বাধীন তাকে মারধর করে। এসময় রায়হান এগিয়ে এলে তাকেও মারধর করতে শুরু করেন স্বাধীন।
তিনি আরও জানান, অভিযুক্ত যুবক বা তার পরিবারের সঙ্গে কোনো বিরোধ নেই। নির্বাচনে ভাই স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করছি আমার ওপর হামলার ঘটনাটি ঘটেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, হামলাকারী যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।