সারা বাংলা

ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৮৫ কেজির বাঘাইড়

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে মো. মহুবর রহমান (৩৮) নামের এক জেলের জালে ৮৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন সাহেবের আলগার কাজিয়ার চ‌র ব্রহ্মপুত্র নদে মাছ‌টি ধরা পড়ে।

পরে মহুবর রহমান বাঘাইড়টি বিক্রির জন্য হাতিয়া ইউনিয়নের মাছ ব্যবসায়ী মন্টু মিয়ার কাছে নিয়ে যান। সেখানে মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।

মাছ ব্যবসায়ী মন্টু বলেন, মাছ‌টি এক লাখ দুই হাজার টাকায় কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান বলেন, বিষয়‌টি শুনেছি। বর্তমানে ব্রহ্মপুত্র নদে ছোট-বড় বিভিন্ন আকারের বাঘাইড় ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে।