সারা বাংলা

জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। 

কামরুল হাসান জানান, ঋণ খেলাপির কারণে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ এবং তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনটিতে অন্য ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর-৪ আসনে বৈধ প্রার্থীরা হলেন- জাকের পার্টির নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ,মোহাম্মদ জাহিদুল ইসলাম, ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া,আওয়ামী লীগের মুহম্মদ শফিকুর রহমান, ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি) আব্দুল গনি, তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, তৃণমূল বিএনপির মো. আব্দুল কাদির তালুকদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ড. মোহাম্মদ শাহজাহান।