টাঙ্গাইলের মির্জাপুরে নিরুপম রাহা (৪০) নামে এক যুবক ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া যুবক একই উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের নিমাই রাহার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, নিরুপম রাহা ঋণে জর্জরিত হয়ে মির্জাপুর সদরের বাইমহাটী এলাকায় ভাড়া করা একটি বাসায় থাকতেন। এক পর্যায় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। আজ দুপুরে নিরুপম বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন। দুপুর সোয়া ২টার দিকে নিলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিলাহাটি একপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
উয়ার্শী ইউনিয়ন পরিষদের সচিব নিরুপম রাহার চাচাতো ভাই সুজন কুমার জানান, ঋণে জর্জরিত হয়ে মাদকাসক্ত হন নিরুপম। কয়েকদিন আগেও তিনি তাকে কয়েক হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ট্রেনেকাটা পড়ে নিরুপম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।