সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দার সূত্র জানায়, গত রোববার কুবাজপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও মোতাহির আলীর ছেলে মঞ্জুর মিয়ার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিকেলে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। ওই বিরোধের জেরে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দুই পক্ষের পরিবারের বড়দের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাচ্চাদের ফুটবল খেলায় প্রথমে বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়। পরে তাদের পরিবারের বড়রাও এ ঘটনায় জড়িয়ে পড়ে ১২ জন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় উভয় পক্ষের ৭ জনকে আটক করা হয়েছে।
অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।