রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা ও সিটি করপোরেশন পর্যায়ের শ্রেষ্ঠ ১০ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান মর্জিনা পারভীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।
আলোচনাসভা শেষে জেলা পর্যায়ে পাঁচ জন ও সিটি করপোরেশন পর্যায়ের শ্রেষ্ঠ পাঁচ জয়িতার হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।