সারা বাংলা

ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। এ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১০ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে সাতদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। 

পরে বীর মুক্তিযোদ্ধা জনতার বিজয় র‌্যালি নগরীর ছোট বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার, আব্দুর রবসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগণ।

মিলন/টিপু