সারা বাংলা

যশোর-৪ : আ.লীগ প্রার্থী এনামুল হকের প্রার্থিতা বাতিল

যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপি অভিযোগে করা আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ আপিল শুনানি করেন।

আপিলের বাদী বিএনএমের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে এনামুল হক বাবুল জনতা ব্যাংক থেকে ২১ কোটি ৭২ লাখ টাকা ঋণ নেন। যে টাকা তিনি পরিশোধ করেননি। কিন্তু ঋণ খেলাপির বিষয়টি তার হলফনামায় উল্লেখ করা হয়নি। 

তিনি আরও বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং অফিসারের কাছে আপিল করেছিলাম। নির্বাচন কমিশনে আজ সেই আপিলের শুনানি হয়েছে। শুনানিতে আমার পক্ষে রায় এসেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল বলেন, প্রার্থিতা বাতিলের খবর শুনেছি। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আপিল করব।