পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে হবিগঞ্জে খুচরা পর্যায়ে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। রোববার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, প্রতি কেজি পেঁয়াজ ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি করা হবে। খুচরা বিক্রেতারা এক বা দুই বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে কিনতে পারবেন না। খুচরায় একজন ক্রেতাকে একসঙ্গে ১ কেজির বেশি পেঁয়াজ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিক্রেতারা সর্বনিম্ন ২৫০ গ্রাম পেয়াজও বিক্রি করবেন।
তিনি আরও বলেন, হঠাৎ ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বেড়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। তবে, হবিগঞ্জের ব্যবসায়ীরা এমন গুজব থেকে দূরে। আমরা তাদের সঙ্গে বসে আলোচনা করে পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছি।
ব্যবসায়ী নেতারা জানান, হবিগঞ্জে প্রতিদিন ৩০ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। সভায় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।