টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তেল ভর্তি ড্রাম রাখার গোডাউন। এতে পুড়েছে চার শতাধিক ড্রাম, তেল ভর্তি দুটি ট্রাক ও দুটি মোটরসাইকেল।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, পুড়ে যাওয়া গোডাউনটি যমুনা অয়েল এর সখীপুরের পরিবেশক মো. শওকত হোসেনের। গোডাউনটি ছিলো টিনসেড।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সখীপুর, নলুয়া বিএএফ এবং বাসাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই গোডাউনটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিল ভর্তি চার শতাধিক ড্রাম, তেল ভর্তি দুটি তেলবাহী ট্রাক ও দুটি মোটরসাইকেলও পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে এর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গোডাউনের মালিক এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. শফিকুল ইসলাম ভূইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান।
এ ব্যাপারে জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদ্যুতের শর্টসার্কিট কিংবা শ্রমিকদের বিড়ি সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।