সারা বাংলা

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস 

কনকনে শীত কাঁপছে দিনাজপুরের জনজীবন। তীব্র শীতের সঙ্গে ঝরছে কুয়াশা। থেমে গেছে কর্মচাঞ্চল্য। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৩  ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ।গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৫ শতাংশ।