সারা বাংলা

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় নেই ব্যানার-ফেস্টুন

সাধারণত নির্বাচন পূর্ব কোনো জনসভায় ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় সমাবেশস্থল। কিন্তু এবার সেই দৃশ্য নেই সিলেটের জনসভায়। বুধবার (২০ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্র জানায়, এবার নিরাপত্তার স্বার্থে ব্যানার-ফেস্টুন টানাতে দেয়া হয়নি। গত ১৩ ডিসেম্বর নির্বাচনি জনসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্যানার নিয়ে আসা যাবে না বলে ঘোষণা দেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠের আশপাশে অনেকেই ব্যানার-ফেস্টুন লাগানোর প্রস্তুতি নিলেও পরে সরিয়ে ফেলা হয়। তবে, নির্বাচনি পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

এ বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, মিছিলে ব্যানার নিয়ে আসা যাবে সমস্যা নেই। তবে মাঠে প্রবেশের আগেই ব্যানার নামিয়ে ফেলতে হবে। তারপরেও মাঠে কেউ ব্যানার নিয়ে আসলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার হাজার সদস্য মাঠে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।